কিশোরগঞ্জ সংবাদদাতা : চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মুক্তমঞ্চের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মো. আসাদউল্লাহ, ডেপুুটি কমান্ডার আ. মান্নান, ডেপুটি কমান্ডার বাশিরউদ্দিন ফারুকী, সদর উপজেলা কমান্ডার ভূপাল নন্দী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক এনামুল হক সেলিম, মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান, মো: সেলিম প্রমুখ। পরে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।