শেখ শামীম : “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হং।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেংারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু প্রমুখ।