গোলাাম রব্বানী টিটু : শেরপুরের ঝিনাইগাতীর থেকে বীর মুক্তিযোদ্ধা মো: মতিউর রহমান (কল্যাণ ট্রাস্ট নং-১৬৯৩৬) জমি দখলের বিচার চেয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ১৫ জনকে ডাক যোগে রেজিষ্ট্রি করে অনুলিপি প্রদান করেছেন।

মুক্তিযোদ্ধা মো: মতিউর রহমান আবেদনে উল্লেখ করেন, অসহায় হিসাবে তিলতিল করে অর্থ সঞ্চয় করে ঝিনাইগাতী মৌজায় মোট ৭৩ শতাংশ জমি বিভিন্ন সময়ে সাব-রেজিস্ট্রি দলিল মূলে ক্রয় করে বসত বাড়ি করে ৪০ বছর যাবত জীবন জীবিকা নির্বাহ করে আসছে। তার এক ছেলে পুলিশ বাহিনীতে ও আরেক ছেলে নৌবাহিনী চাকরী ও এক মেয়ে শ্বশুর বাড়িতে অবস্থান করেন।

এই সুযোগে স্থানীয় বাবুল মিয়া (৪৫) পিতা মৃত জাফর উদ্দিন, রিনা পারভিন (৩৫) স্বামী বাবুল মিয়া ও নূরল ইসলামগং সহ ১১ জন তার ভায়া দলিল,রেজিস্ট্রি দলিলসহ কাগজপত্র ভূয়া এবং অবৈধ বলে ১৮/১২/২০১৯ এবং ৮/২/২০২০ ইং তারিখে জমিতে জোরপূর্বক ভাবে জবরদখল করে ২টি ছাপড়া ঘর উত্তোলন করে দখল করার হীন চেষ্টায় লিপ্ত রয়েছে।

বয়স ভারী হওয়ায় বাধা দিতে গেলে মুক্তিযুদ্ধের সময় বেঁচেছিস এখন মুক্তিযোদ্ধার পরিচয় দেওয়ার সাধ মিটিয়ে দিবে বলে হুমকি প্রদান করে। তাদের জবরদখল থেকে ক্রয়কৃত জমি দখলমুক্ত করাার জন্যে আবেদনে উল্লেখ করেছেন এই বীর মুক্তিযোদ্ধা।