জামালপুর প্রতিনিধি : জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ডুবে মো.নুরুল ইসলাম হিরু(৬৭) নামের এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। বৃহস্পতিবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার ভাটিপাড়া এলাকায় একটি পাট ক্ষেতের ভিতর থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

জানা যায়, গত বুধবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ সদর উপজেলার খরমা পশ্চিম ভাটিপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু জিলবাংলা সুগার মিল এলাকায় ভাটিপাড়া ব্রিজ পার হওয়ার সময় বন্যার পানির প্রবল ¯্রােতে ভেসে যায়। সকালে ভাটিপাড়া এলাকায় একটি পাট ক্ষেতে তার মৃতদেহ ভেসে উঠে।