সাইফুল ইসলাম বাবুল : ময়মনসিংহের গফরগাঁওয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে রিয়াদ(১৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

নিহত রিয়াদ উপজেলার যশরা ইউনিয়নের কুর্শ্বাপুর গ্রামের বাসিন্দা তছলিম মিয়া ওরফে তসা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী নিহতের বন্ধু রিপন জানিয়েছেন, সাবমারসিবল পাম্পের বিদ্যুৎ তারের সাথে জড়িয়ে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

তিনি জানান, বাঁশের খুটিতে ভর করে রিয়াদ দাড়িয়ে ছিলো।অসাবধানতাবশত সাবমারসিবল পাম্পের তারের সাথে জড়িয়ে পরে বিদ্যুৎপিষ্ট হয়। এ সময় নিহতের পিতা তসলিম মিয়া তাকে উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা এসে রিপন ও তার পিতাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রিয়াদ মৃত্যুবরণ করে। তসলিম মিয়া কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জুরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকগণ পরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন।

বন্ধু রিপন রিয়াদের মৃত্যুর কথা নিশ্চিত করেন।