শেরপুর সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে ২৩৩ কেজি অবৈধ পলিথিন ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত শ্রীবরদী উপজেলার সদর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের শেরপুর জেলা কার্যালয় ও শ্রীবরদী উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন শ্রীবরদী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিব-উল-আহসান।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, অভিযানে ২৩৩ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে, যা বর্তমানে পরিবেশ অধিদপ্তরের হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।