রিয়াজ রহমান : জগন্নাথপুরে সংঘর্ষে রুবেল মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সনুয়াখাই গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্র জানায়, সনুয়াখাই লতিফ নগর লতিফিয়া জামে মসজিদের মতোওয়াল্লীর পদকে কেন্দ্র করে মনির মিয়ার সাথে তাদের বিরোধ চলে আসছিল। এনিয়ে তাদের মধ্যে সকাল ৯টায় সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষ মনির মিয়ার লোকজন রুবেল মিয়াকে সুলফি দিয়ে আঘাত করলে সে ঘটনাস্থলেই লুটে পড়ে। সাথে সাথে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এসময় নিহতের চাচাতো ভাই সুলতান মিয়া (৩৮) গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।