রিয়াজ রহমান : জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দূর্নীতি দমন কমিশনের অর্থায়নে উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে পৌর শহরের ইসহাকপুর ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ও এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয় অংশ নেন।
দূর্নীতি উন্নয়নের অন্তরায় এ বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় সিলেটের উপ পরিচালক রাফী মোঃ নাজমুস সা' দাৎ।
জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়।
প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক জুয়েল মজুমদার, সহকারী পরিচালক নিঝুম রায়। জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় বক্তব্য রাখেন ইসহাকপর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধানশিক্ষক গোলজার হোসেন, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোস্তফা রফিক উদ্দিন, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজ রহমান, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমীন।বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন, আব্দুল খালিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমীন।
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ হন এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়।
এছাড়াও উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সাধারন জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৪ জন শিক্ষার্থী বিজয়ী হন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।










