বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে রবিবার দুপুরে ‘‘প্লাস্টিক দূষণ আর নয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্লাস্টিক দূষণ প্রতিরোধে সকলে, একসাথে, এখনই স্লোগান নিয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক), ময়মনসিংহ এর উদ্যোগে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সদস্য তসলিম উদ্দিন আহাম্মদ, সনাক-ময়মনসিংহ এর ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ’র দলনেতা স্বর্ণালী আক্তার সুইটি, শান্তিমিত্র সমাজকল্যাণ সংস্থার প্রোগ্রাম অফিসার আসাদুজ্জামান রুবেল, পরিবেশ বিষয়ক অ্যাক্টিভ সিটিজেন্স (এসিজি) গ্রুপ’র সহসমন্বয়কারী আফজাল হোসেন, ক্লিন-আপ বাংলাদেশের প্রতিনিধি মোঃ তাওমান জাহান মাহিন উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

আালোচকবৃন্দ পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলা, সচেতনতা বৃদ্ধি, প্লাস্টিক দূষণ বন্ধে সচেতনতা বাড়ানো, মানবসৃষ্ট পরিবেশের দূষণরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। মানবন্ধনে ইয়েস সদস্য আহমেদ জুনাইদ ও আব্দুল্লাহিল কাফি পরিবেশ দিবস উপলক্ষে টিআইবি’র ধারণা পত্রটি উপস্থাপন করেন। এছাড়াও লিফলেট ক্যাম্পেইনের মাধ্যমে বিশেষ প্রচারণা পরিচালনা করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)