প্রেস বিজ্ঞপ্তি: ইউসেপ বাংলাদেশ রংপুর আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের সদরপুর গ্রামে একটি সচেতনতামূলক কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ মে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন ইউসেপ রংপুরের সোশ্যাল ইনক্লুশন টিমের ফ্যাসিলিটেটর রামেন্দ্র বর্মা এবং সভাপতিত্ব করেন সোশ্যাল ইনক্লুশন এন্ড এমপ্লয়মেন্ট ইউনিট ইনচার্জ মো. এবাদুর রহমান।
সভায় প্রধান আলোচক হিসেবে ইউসেপের সোশ্যাল ইনক্লুশন টিম লিডার মো. সোলাইমান বলেন, “কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবসমাজকে স্বনির্ভর করে তুলতে হবে।”
বক্তারা জেন্ডার ও সেভগার্ডিং, বাল্যবিবাহ প্রতিরোধ, জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দক্ষতা অর্জনের পর উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করার মাধ্যমে তরুণদের উন্নয়নে বড় ভূমিকা রাখা সম্ভব।
সভায় স্থানীয় কমিউনিটি লিডার মো. নাজমুল ইসলাম ও মোহসিনা বেগম ইউসেপের বিভিন্ন কার্যক্রম ও বাস্তব সফলতার গল্প তুলে ধরেন, যা উপস্থিতদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রায় ২০০ জন নারী-পুরুষ ও কিশোর-কিশোরী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নানা প্রশ্ন করেন এবং নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন।
এ ধরনের সচেতনতামূলক সভা স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে এবং সমাজে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মত দেন আয়োজকরা।










