কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের কটিয়াদীতে লিচুর বিচি গলায় আটকে মো. বায়জিদ মিয়া নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৪ মে) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর জালালপুর গ্রামে ঘটনাটি ঘটে। মারা যাওয়া বায়জিদ একই গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।

বায়জিদের স্বজনরা জানান, রবিবার দুপুরে বৃষ্টি নামলে উঠানে ধান আনতে যান বায়জিদের মা। বায়জিদ কানতে শুরু করলে তাকে লিচু খেতে দিয়ে যান তিনি। ধান নিয়ে ঘরে ফিরে তিনি বায়জিদের কাছে যান।

দেখেন, বায়জিদের গলায় লিচুর বিচি আটকে মুখ কালো হয়ে গেছে। পরে পরিবারের সদস্যরা বায়জিদকে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক বায়জিদকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ শাহরিয়ার নাদিম বলেন, বায়জিদ নামে এক শিশুর গলায় লিচুর বিচি আটকে যায়। অভিভাবকরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।