কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়, যা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত, কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ইউএনও কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।

সভায় বক্তারা বলেন,সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণ যেন বিনামূল্যে আইনি সহায়তা পায়, তা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) তার বক্তব্যে বলেন,আইনগত সহায়তা শুধু আইনের প্রয়োগ নয়, এটি মানবিক দায়িত্বও। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আইন সহায়তা কমিটির প্রতিনিধিবৃন্দ। বক্তারা সাধারণ জনগণকে সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন হওয়ার এবং প্রয়োজনে এই সেবা গ্রহণের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়। সারাদেশের মতো কলমাকান্দা উপজেলাতেও দিবসটি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়।