কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় গলায় প্লাস্টিকের (নাইলন) রশি প্যাঁচানো অবস্থায় ইতি রানী দাস (৩৩) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার ভোরে উপজেলার মনতলা (উব্দাখালী) ব্রীজ সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ইতি রানী উপজেলার দিনমজুর সুবল চন্দ্র দাসের স্ত্রী এবং দুই সন্তানের জননী।

পুলিশ বলছে, ভোর ৫টা থেকে ৬টার মধ্যে কোনো এক সময় ওই পরিত্যক্ত ঘরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে।

নিহতের প্রতিবেশীরা জানান, ইতি রানীর পরিবার দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিল। দিনমজুর স্বামীর অনিয়মিত আয়ে সংসার চালানো ছিল কঠিন। পারিবারিক অশান্তিও ছিল বলে জানা যায়।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, মরদেহের গলায় রশি প্যাঁচানো ছিল। ঘটনাস্থলের আলামত দেখে মনে হয়েছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে।