ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাটিয়া ইউনিয়নের মালিহাটি গ্রামে ইউপি সদস্যের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ঘর বাড়ি ভাঙচুর মালামাল লুটপাট করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত নয়টার দিকে ওই ইউনিয়নের সংরক্ষিত ১ নং ওয়র্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জীবুন নাহারের বাড়িতে।
জীবুন নাহার জানান, একই গ্রামের দুলালের সাথে বাবুলের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনাটি ইতোমধ্যে মীমাংসার জন্য ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠক বসে। সালিশে জীবুন নাহারের পুত্র মামুন বলেন যার জমির কাগজপত্র সঠিক সেই প্রকৃত জমির মালিক। সালিশ থেকে বাড়ি ফেরার পথে দুলাল ও তার লোকজন মামুনের গতি রোধ করে। কেন সালিশে এমন কথা বলে তা জিজ্ঞাসা করে তাকে মারধর করে তার মোটরসাইকেলটি ভাঙচুর করে।
এঘটনার জের হিসেবে বৃহস্পতিবার রাত নয়টার দিকে দুলালের নেতৃত্বে লোকজন নিয়ে বাড়ি ঘরে মামলা চালিয়ে ভাংচুর লুটপাট করে নগদ অর্থ স্বার্ণালংকার নিয়ে যায়।
ভূক্তভোগী ইউপি সদস্য জীবুন নাহার জানান, হামলার পরই বিষয়টি ঈশ্বরগঞ্জ থানার ওসি ও ইউএনওকে অবহিত করেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল হক ঝন্টু ইউপি সদস্যের বাড়িতে হামলার ঘটনাটি ঘটেছে বলে জানান।

 
							
 
							
 
							
                        
 
							







