কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ীগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংস্কৃতিকর্মী ও সর্বস্তরের সুধীজনদের সাথে নিয়ে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ আল আমিন সরকার, নওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার জাহান কাওসার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূঁঞা, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন খোকন ভূঁঞা, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মোঃ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ ফারুকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার গোলাম জিলানী, শিক্ষক মোঃ লুৎফর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা টিএইচও মোঃ নাঈম আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বজলুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি নাছিমা আক্তার, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সুধীজন।

উক্ত মতবিনিময় সভায় মাদক, জুয়া, চুরি, দুর্নীতি, শিক্ষা প্রতিষ্ঠানের অসন্তোষ পরিবেশ, পৌর শহরের যানজট, বিভিন্ন সভা ও কনসার্টের নামে শব্দ দূষণ, অপসংস্কৃতি, ধর্মীয় অসম্প্রীতি, সংবাদিক সংগঠনের সাংঘর্ষিকতা এবং রাজনৈতিক অসহিষ্ণুতাসহ নানা সমস্যা ওঠে আসে।

এবং এ সব কিছু সমাধানের জন্যে সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ ও সৌহার্দপূর্ণ অংশগ্রহণে সুন্দর কেন্দুয়া গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।