কলমাকান্দা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকােনার কলমাকান্দা উপজেলায় দুইদিনব্যাপী কর্মসূচী ঘোষণা করেন উপজেলা ছাত্রদল।

এ দিবসটি উপলক্ষে ২য় দিনে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা ছাত্রদলের উদ্যোগে কলমাকান্দা সদরের বাজারসহ ইউনিয়নের প্রধান প্রধান বাজারগুলোতে পরিস্কার পরিছন্নতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করা হয়।

এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইশতিয়াক হাসান সৌরভ ও সদস্য সচিব শেখ রবিন এবং ছাত্রদল নেতা গোলাম রসুল প্রমুখ।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারেজ রহমান নাজিম , উপজেলা যুবদলের সদস্য সচিব সোলায়মান হক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নাল ও যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ,উপজেলা শ্রমিক দলের সভাপতি মো.সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম প্রমূখ। এছাড়াও কর্মসূচিতে উপজেলা ছাত্রদলসহ ৮ টি ইউনিয়ন বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।