ফুলবাড়িয়া সংবাদদাতা: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্প (বীর নিবাস প্রকল্প) হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৫ ফেব্র“য়ারি) সকালে উপজেলা পরিষদ হল রুমে ৩১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মিত ঘরের চাবি হাতে তুলেন প্রধান অতিথি আলহাজ¦ মোসলেম উদ্দিন এমপি।
এসময় দেশের বিভিন্ন জেলার ন্যায় একযুগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও কমান্ডার মোহাম্মদ নাহিদুল করিম।
এসময় সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার, জেলা পরিষদ সদস্য ফারজানা শারমীন বিউটি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল তরফদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।










