কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়েছে। রোববার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ মুখর পরিবেশে সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই প্রদান করা হয়। এ উপলক্ষে কলমাকান্দা পাইলট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কলমাকান্দা উচ্চ বালিকা বিদ্যালয় ও মুক্তি প্রি-ক্যাডেট স্কুলে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, মহিলা ভাইস-চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো ইসলাম উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এইচ.এম ইলিয়াস, প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকী, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান লাল মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূরে আলম ও প্রেসক্লাব সেক্রেটারি মো. ফখরুল আলম খসরু প্রমূখ।










