কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় ১২ বোতল ভারতীয় মদসহ পলাশ মনি ঝষি (২২) নামে এক তরুণকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাতে কলমাকান্দা বাজারের রেন্টিতলা নামক মোড় থেকে তাকে আটক করা হয়। আটক পলাশ মনি ঝষি ময়মনসিংহের ত্রিশালের ফাতেমা নগর (কালিবাজার) এলাকার অজিত মনি ঝষি এর ছেলে।
কলমাকান্দা থানার ওসি (তদন্ত) খোকন কুমার বলেন, শনিবার রাতে এস.আই আশিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশদল আমদানি নিষিদ্ধ ভারতীয় ১২ বোতল মদসহ পলাশ মনি ঝষি নামে একজনকে আটক করা হয়। আটককৃতের নামে বিশেষ ক্ষমতা আইনে কলমাকান্দা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা রুজু করা হবে। পরে রোববার সকালে নেত্রকোণা জেলা আদালতে আটককৃতকে পাঠানো হবে।










