মো. আমীর হোসেন (ঢাকা) প্রতিনিধি : বাংলাদেশের অন্যতম সুপ্রতিষ্ঠিত ও শীর্ষস্থানীয় গাড়ী বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স লিঃ সিলেটের ব্যবসায়ীদের জন্য ১৪ই নভেম্বর থেকে ১৬ই নভেম্বর পর্যন্ত ৩ (তিন) দিনব্যাপি এসএমএল ইসুজু ট্রাকের মেলা এর আয়োজন করেছে। ঢাকা-সিলেট বাইপাস রোডের মুছারগাঁও এ প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই মেলা চলবে। উত্তরা মোটর্স লিঃ বাংলাদেশে এসএমএল ইসুজু ট্রাক এবং টিপার এর একমাত্র পরিবেশক।

এসএমএল ইসুজু ট্রাকের মেলায় রয়েছে শক্তিশালী ইঞ্জিন ও মজবুত চেসিস বিশিষ্ট ১.৫ টন পেলোডের প্রেস্টিজ জি-এস ট্রাক, ৩.৫ টন পেলোডের সুপার এবং ডব্লিউ-টি-ফোর-নাইন ট্রাক, ৫ টন পেলোডের সম্রাট ১৩১২ ট্রাক এবং ৩.৫ কিউবিক মিটার এর সম্রাট জি-এস টিপার। প্রতিটি গাড়ির সঙ্গে থাকছে বিশেষ মূল্য ছাড়, ওয়ারেন্টি ও ফ্রী সার্ভিসের সুবিধা। এছাড়াও উত্তরা মোটর্স লিঃ এর রয়েছে দেশব্যাপী সার্ভিস ও স্পেয়ার পার্টসের বিশাল নেটওয়ার্ক।