ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্টকার্ড বিতরন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী অফিসার হাফিজা জেসমিনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার।
এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমান, প্রেসক্লাব আহবায়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে ১০১ জন জীবিত মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্টকার্ড এবং মৃত ৮৪ জন মুক্তিযোদ্ধা পারিবারের মাঝে ডিজিটাল সনদপত্র প্রদান করা হয়।










