শফিউল আলম লাভলু : শেরপুরের নকলায় বীরমুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর যৌথ উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় এসব বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরল ইসলাম হিরো, উপজেলা চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোছা. আম্বিয়া খাতুন, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনসুর সহ আরো অনেকে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ জানান, উপজেলা ১৬৮ জন জীবিত মুক্তিযোদ্ধা পেয়েছেন স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ। এছাড়াও ১৬১ জন মুক্তিযোদ্ধার পরিবার পেয়েছেন ডিজিটাল সনদ।