মোঃ সাইফুল ইসলাম : ময়মনসিংহ মহানগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ৯ টায় সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জিয়াউল ইসলাম এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আতা মোহাম্মদ আব্দুলাহ আল-আমিন। অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শিক্ষাবান্ধব সরকার শিক্ষা ক্ষেত্রে উপবৃত্তির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার উৎসাহ দান করেন এবং ১ লা জানুয়ারি ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই হাতে তুলে দেন। ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে যেতে উৎসাহ বোধ করে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার অপরিহার্য। সন্ত্রাস মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে থাকবে। তিনি বিদ্যালয়ের পিএসসি, জেএসসি এবং এসএসসি ফলাফলের ভূয়সী প্রশংসা করেন। পরে তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। স্কুলের ক্রীড়া শিক্ষক রুশনারা এর ক্রীড়া নৈপুণ্যে অনুষ্ঠান উপস্থাপনা করেন সিনিয়র শিক্ষক নকুল চন্দ্র চক্রবর্তী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর শামসুল হক লিটন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শরীফ উদ্দিন, মোঃ গোলাম রাব্বানী, আনোয়ারুল হক, শিউলি রাণী সরকার প্রমূখ।










