গফরগাঁও সংবাদাদতা : ময়মনসিংহের গফরগাঁওয়ে রেল ব্রীজ পার হতে গিয়ে ট্র্রেনে কাটা পড়ে আছমা (৩৬) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধু আছমা উপজেলার পাইথল ইউনিয়নের শহীদনগর পূর্বপাড়া গ্রামের গোবড়ী এলাকার দুলাল মিয়ার স্ত্রী। সোমবার ঢাকা-ময়মনসিংহ রেলপথে শীলা রেল ব্রীজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, সোমবার দুপুরে গৃহবধূ আছমা বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়। দুপুর ১২টার দিকে শীলা রেল ব্রীজ হেঁটে পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তঃনগর অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনটি শীলা রেল ব্রীজ অতিক্রম করতে গিয়ে ট্রেনের ধাক্কায় আছমা গুরুতর আহত হয়ে ব্রিজের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঁঠানো হয়। নিহত গৃহবধূর পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে।