নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের হাওরে উজানি ঢলের পানি কমতে শুরু করেছে। পানি কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কৃষকেরা। স্বপ্নের বোরো ফসল ঘরে তোলা নিয়ে আশার সঞ্চার হয়েছে তাদের মাঝে। জানা যায়, গত শনিবার থেকে উজান থেকে আসা ঢলের পানিতে নদীর পানি ৬-৭ ফুট বেড়ে বিপদ সীমার কাছে চলে আসে।
শুক্রবার বিকেল পর্যন্ত কিশোরগঞ্জের হাওরে ১ থেকে ১.৫ ফুট অর্থাৎ ৩০ সেন্টিমিটার পানি কমেছে বলে জানিয়েছে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জোবায়ের ইবনে মোস্তুফা। এদিকে আগাম বন্যা থেকে হাওরের বোরো ফসল রক্ষায় পাহাড়ি ঢলের পানি বৃদ্ধির মধ্যেই ইটনার হাওরের জিওলের বাঁধসহ কয়েকটি বাঁধের সংস্কার কাজ করেছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়াও জিওলের বাঁধের পাশেই নির্মাণ করা হয়েছে আরেকটি বিকল্প বাঁধ।
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দিনরাত বাঁধগুলো তদারকি ও পাহারাসহ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছেন। কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান জানান, হাওরে পানি কমতে শুরু করায় ফসল নিয়ে এখন আশার আলো দেখছেন কৃষকরা। পাকা ধান কেটে নিয়ে বাড়ি যেতে পারবেন বলে প্রত্যাশা করছেন তারা।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলম, কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছাইফুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা এসব বাঁধের সংস্কার কাজ পরিদর্শন করেছেন।










