কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় তিনতলা ছাদ থেকে পড়ে মো. আবদুল গফুর (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (০৪ জানুয়ারি ) দুপুরে কলমাকান্দা উপজেলার সদরে ড্রেইনপাড় নামক এলাকায় কাইয়ুমের বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আবদুল গফুর কলমাকান্দা সদর ইউনিয়নের চকপাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার সদরে ড্রেইনপাড়ের কাইয়ুমের বাড়ীর তিনতলায় বিল্ডিং এর ছাদে রাজ মিস্ত্রি মো. আবদুল গফুর নির্মাণ কাজ করছিলেন। নির্মাণাধীন ভবনে কাজ করার সময় সম্ভবত পা পিছলে পড়ে যান। এতে গুরুতর আহত হয় ওই শ্রমিক। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান- কলমাকান্দা সদরে ড্রেইনপাড়ে তিনতলা ভবনে নির্মাণ কাজ করছিলেন। নিহত মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের নিকট তার লাশ হস্তান্তর করা হবে।










