কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দার কৈলাটির স্থানীয় মাদ্রাসার পুকুরের পানিতে ডুবে সাড়ে তিন বছর বয়সী নাঈম মিয়া নামে এক শিশুর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। নিহত নাঈম মিয়া ওই গ্রামের খোরশেদ আলম তালুকদার ও খুকুমণি বেগম দম্পতির ছোট পুত্র সন্তান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কৈলাটি গ্রামের আশরাফ উলুম কওমি মাদ্রাসার পুকুরে।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই সাংসারিক কাজে মা খুকুমণি বেগম ব্যস্ত ছিলেন। কোন এক ফাঁকে পরিবার সদস্যদের অজান্তে নিজ বাড়ীর বসত ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয় নাঈম। পরে বাড়ীর পাশে স্থানীয় মাদ্রাসার পুকুরে শিশু নাঈমের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার মো. আমজাদ হোসেন সত্যতা নিশ্চিত করেন।