কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দার জমি সংক্রান্ত বিরোধ জেরে প্রতিপক্ষের আঘাতে শ্রমিক আসাদের মৃত্যু ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। আটকৃতরা হলেন- একই এলাকার মো.মজনু মিয়া (৬৫), সিরাজুল ইসলাম (৫৫) ও শাফায়েত উল্লাহ (১৯)। এ তথ্য সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান বলেন , জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার সকালের দিকে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের উলুকান্দা নামক বগাটিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধ জেরে সাদির উদ্দিন এর বাড়ি সামনে জমি সংক্রান্ত বিরোধে শালিশে দু'পক্ষের কথাকাটির হয়। কামাল মেম্বারসহ পক্ষের লোকজন অর্তকিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে শ্রমিক আসাদের মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু মাথা ও কানে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় মূমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে ওইদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আসাদ মিয়া ।
নিহত আসাদ মিয়া (৩৬) কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামের কৃষক মো. আব্দুল্লাহ এর পুত্র। সে পেশায় একজন দিনমজুর শ্রমিক। এ বিষয়ে বক্তব্য জানার জন্য কামাল মেম্বারসহ এর লোকজনের সাথে যোগাযোগ চেষ্টা করা হয়। কিন্তু তাদের কাউকে পাওয়া যায়নি।
শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসাদের মৃত্যুর খবর পেয়ে রাতেই কলমাকান্দা থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ দল ঘটনাস্থলে ছুটে যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ।










