নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আনন্দ মোহন কলেজের গণিত বিভাগে ‘ফাংশন’ বিষয়ের ওপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিভাগের শ্রেণিকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ফাংশনের ওপর বিশদ আলোচনা করেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের প্রফেসর মো. আব্দুল হাই।
আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল কাশেম আকন্দের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিভাগের প্রাক্তন ছাত্র, কলেজের সাবেক জিএস ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম।
এসময় আরও উপস্থিত ছিলেন- গণিত বিভাগের অধ্যাপক মো. আমির হোসেন, স্বপন কুমার মজুমদার, সহযোগী অধ্যাপক এ.কে.এম জিয়াউল ইসলাম, সফিউদ্দিন শেখ, আবু তাহের খান, মোশারফ হোসেন, সহকারি অধ্যাপক রনজিৎ কুমার সরকার, রওশন আরা মাজেদা, সেলিম রেজা মুক্তা, প্রভাষক আজহারুল ইসলাম, সুমন চন্দ্র পাল ও আলমগীর জলিল। এতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেয়।
সেমিনারে ফাংশনের ওপর বিস্তর আলোচনার পাশাপাশি গণিত বিষয়ের উপর অধ্যায়ন ও গবেষণা উপর গুরুত্বারোপ করেন প্রধান আলোচক প্রফেসর মো. আব্দুল হাই।










