শেখ শামীম : টানা ২ দিন অতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোণার কলমাকান্দায় উব্দাখালী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় কলমাকান্দা উপজেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭৫ মি.লি.। অতিবৃষ্টির ফলে উপজেলা সদরের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এভাবে বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার মধ্য রাত থেকে অতি বর্ষণে কারণে সীমান্তবর্তী গনেশ্বরী, মঙ্গলেশ্বরী, মহাদেও নদী ও পাঁচগাও ছড়ায় পাহাড়ি ঢলের কারণে ফুলে-ফেঁপে ওঠেছে পুরো উপজেলার উব্দাখালী নদী। এদিকে উপজেলায় দুদিন ধরে অব্যাহত ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদীর বৃদ্ধির ফলে চরম দুর্ভোগে পড়েছে এলাকার জনসাধারণ।










