ভালুকা প্রতিনিধি : ভালুকায় খীরু নদীসহ কয়েকটি খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। শনিবার দুপুরে উপজেলার উপমন্ত্রী বিলাইজুড়ি,লাউতি, মল্লিকবাড়ীর কয়েকটি খাল ও খীরু নদী পরিদর্শণ করেছেন।
পরিদর্শণ কালে মন্ত্রীর কাছে এলাকবাসী অভিযোগ করে বলেন, নদী,খাল গুলো ভরাট ও বেদখল হয়ে যাওয়ায় বিভিন্ন মিল কারখানার দুষিত বর্জ্যে মিশ্রিত পানি কৃষকের ফসলের জমিতে ঢুকে পড়ে,এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। নদী বা খালে পানি লালির মত রং ধারণ করেছে। দুর্গন্ধ যুক্ত পানির গন্ধ বাতাসে মিশে পরিবেশ দুষিত করছে। এসব নদী ও খালের পানি পান করলে পশু পাখি মারা যায়।
পরে মন্ত্রী বেদখলদারদের হাত থেকে খাল উদ্ধার, নদী ও খালগুলো দ্রæত খনন করে পানি নিস্কাশনের উদ্যোগ নেয়ার আশ^াস দেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন,স্থানীয় এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, মহিলা এমপি মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা পৌরসভার মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান সেলিনা রশিদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।










