কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু ও কৃষক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৩১ মে) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নে ধনুন্দ গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটলে গরু মারা যাওয়া সহ আহত বৃদ্ধ কৃষক হরিমন সরকার (৬০) আহত হয়েছেন।

আহত বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বৃদ্ধের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হরিমান তার ছয়টি গরু বন্দে (মাঠ) ঘাস খাওয়ার জন্য দিয়ে এসেছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে আকাশে কালো মেঘ ও বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে তিনি সেখান থেকে গরুগুলোকে গোয়ালে তোলার জন্য বাড়ির উঠানে নিয়ে আসেন। এরমধ্যে দুটি গরুকে গোয়ালে বেঁধে বাকি গরুগুলোকে উঠান থেকে আনতে গেলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারটি গরু মারা যায় এবং ওই বৃদ্ধ কৃষক গুরুতর আহত হয়ে পড়ে যান।

অপরদিকে একই সময়ে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের শালিকাবাম গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটলে আরো ১টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

কলমকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উম্মে সুমাইয়া বলেন, বজ্রপাতের প্রভাবে পালস কম ও হার্টে সমস্যা পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।