নিজস্ব সংবাদদাতা : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার থাকলেও চলতি রমজান মাসে পণ্য মেলেনি এই উপজেলাবাসীদের কাছে। পার্শ্ববর্তী উপজেলা দুর্গাপুরবাসীরা প্রতি সপ্তাহে একদিন কম দামে টিসিবি’র পণ্য ক্রয় করতে পারলেও কলমাকান্দাবাসীরা পণ্য ক্রয়ের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে করে এই উপজেলার নিম্ন ও মধ্যম আয়ের লোকজনের মাঝে বিরাজ করছে চরম ক্ষোভ ও হতাশা। স্থানীয়রা সন্দেহ করছেন ডিলার পণ্য তুলে বাইরে বিক্রি করে দেন।
খোঁজ নিয়ে জানা যায় কলমাকান্দায় ‘প্রাচুর্য এন্টারপ্রাইজ’ নামে টিসিবি’র ডিলার রয়েছে। এর স্বত্ত্বাধিকারী অমর দাস। রমজান মাস উপলক্ষে সারাদেশের মতো নেত্রকোনা জেলাতে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। ট্রাকে পণ্য বিক্রির সময় বিভিন্ন স্থানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করতে লক্ষ্য করা গেছে।
টিসিবি’র পক্ষ থেকে রমজান উপলক্ষে ১লা এপ্রিল থেকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয় এবং যা আগামী ৬ মে পর্যন্ত চলমান রাখার ঘোষণাও দেয়া হয়েছিল। তবে বুধবার (৫ মে) পর্যন্ত টিসিবি’র পণ্য বিক্রি করতে কোন গাড়ি কলমাকান্দাতে আসেনি স্থানীয়রা এরকম তথ্য জানিয়েছেন। টিসিবি’র দুর্গাপুরের ডিলার হানিফ মিয়ার সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, ‘দুর্গাপুর উপজেলায় গত রোববার পণ্য বিক্রি করেছি। সপ্তাহে একদিন ওখানে গাড়িতে করে বিক্রি করা হচ্ছে।’
এ বিষয়ে ডিলার অমর দাস জানান, ‘আগে ২০ টনের বেশি বরাদ্দ ছিল গুদামে এনে পণ্য বিক্রি করতাম। টিসিবি এখন পণ্য বিক্রিতে ট্রাক ছাড়া বরাদ্দ দেয় না। আর কলমাকান্দার জন্য বরাদ্দ দেড় থেকে দুই টন। যা ট্রাক ভাড়া করে উপজেলাতে এনে পোষানো অসম্ভব। নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানকে অবগত করা হলে তিনি সাংবাদিকদের বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।










