কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় পানিতে ডুবে সালমান নামের ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার খারনৈ ইউনিয়নের বাউসাম গ্রামের একটি পুকুরে শিশুটি মারা যায়। মৃত সালমান ওই গ্রামের শামীম আহমেদের পুত্র।
শিশু সালমান’র সম্পর্কে দাদা মোকশেদুল মিয়া জানান, শনিবার দুপুরে খেলার ছলে ওই শিশু'র মার কাছ থেকে একটি মগ নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির তার সন্ধান পাওয়া যায়নি। পরে বিকালে তাকে বাড়ীর সামনে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। সালমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইকরামুল হক তাকে মৃত ঘোষণা করেন।










