নিজস্ব সংবাদদাতা : শতবর্ষ পুরনো দেশের ইতিহ্যবাহী বিদ্যাপীঠ আনন্দমোহন কলেজের গণিত বিভাগে গণিতবিদদের মহাসম্মিলনের প্রস্তুতি শুরু হয়েছে। গণিতবিদদের মহামিলনমেলাকে সামনে রেখে একটি সফল আয়োজন নিশ্চিত করতে বিভাগের সাবেক কৃতি শিক্ষার্থীদের সমন্বয়ে ইতিমধ্যে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। প্রস্তুতি কমিটি সরকারি বেসরকারি দপ্তরে কর্মরত সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে প্রচার উপকমিটি, নিবন্ধন উপকমিটি, স্মরণিকা ও ডাইরেক্টরি উপকমিটি সহ বিভিন্ন উপকমিটি গঠন করে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে। বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর মো. আবুল কাশেম আকন্দ গণিতবিদদের মহামিলনমেলার প্রধান পৃষ্ঠপোষক। প্রস্তুতি কমিটির সভাপতি বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ের (অব.) প্রফেসর মো. আব্দুল হাই, সহসভাপতি গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মো. আব্দুল কুদ্দুস, সাধারণ স¤পাদক কাজী আজাদ জাহান এবং কোষাধ্যক্ষ হিসেবে বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম জিয়াউল ইসলাম দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। মিলনমেলায় বিভাগের প্রতিষ্ঠাকালীন ব্যাচ ১৯৭১ থেকে বর্তমান অধ্যয়রনত সবগুলো ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে এবং প্রত্যেকের নিবন্ধন ফি ২ হাজার নির্ধারণ করে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে নিবন্ধন উপকমিটি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। নিবন্ধন উপকমিটি বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিবন্ধন ফি কমিয়ে ১ হাজার টাকা নির্ধারণ করেছে। গণিতবিদদের মহামিলনমেলাকে সামনে রেখে প্রস্তুতি কমিটি প্রতি শুক্রবার বিভাগীয় সেমিনার কক্ষে সভা চলমান রাখছে। প্রস্তুতি কমিটির সভাপতি প্রফেসর মো. আব্দুল হাই জানিয়েছেন, নিবন্ধনের শেষ সময় ১০ জানিয়ারি ২০২০ এবং ২০ জানুয়ারি সম্মিলনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। স্মরণিকা ও ডাইরেক্টরি উপকমিটি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের ছবি, পরিচিতি ও ঠিকানা সম্বলিত একটি পূর্ণাঙ্গ ডাইরেক্টরি এবং কবিতা, ছড়া, ছোটগল্প, প্রবন্ধ সম্বলিত একটি মানস¤পন্ন স্মরণিকা উপহার দেয়ার প্রস্তুতি নিয়েছে। প্রস্তুতি কমিটির অন্যতম নির্বাহী বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবু তাহের জানিয়েছেন, সকল সেশনের নবীন প্রবীন শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধন রচনা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মেলনবন্ধন একইসাথে পার¯পরিক যোগাযোগ ও সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করতে প্রথমবারের মত গণিতবিদদের মহাসম্মিলনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর মো. আবুল কাশেম আকন্দ বলেন, আমি দায়িত্বে থাকালীন নতুন-পুরনো শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিত বিভাগে এইরকম চমকপ্রদ উদ্যোগ গ্রহণ করায় আমি অনেকটাই উচ্ছ্বসিত এবং গর্বিত। একইসাথে একটি সফল মিলনমেলা নিশ্চিত করতে তাঁর সাধ্যমত শ্রম ও সময় দিবেন মর্মে প্রস্তুতি কমিটিকে আশ্বস্থ করেছেন প্রফেসর মো. আবুল কাশেম আকন্দ।