শেখ শামীম : ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ নেত্রকোণার কলমাকান্দায় বিট পুলিশিং পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের রেন্টিতলায় বিট পুলিশিং সচেতনার পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় জনতার উদ্দেশ্য বক্তব্য রাখেন, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম খান ও এস, আই, জাহিদুল ইসলাম জাহিদসহ ইউনিয়নের আমজনতা।