বারহাট্টা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় হাজার নেতাকর্মী কে নিয়ে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী বলেন, ৭১ এর পরাজিত শক্তি আগামী সংসদ নির্বাচনকে বাঞ্ছালের অজুহাত খুঁজছে।

কখনও পিআর পদ্ধতি, কখন গণভোটের নাম করে জাতীয় নির্বাচন বাঞ্ছালের পায়তারা করছে। তাদের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট ঘোষণা শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমরা ভূলন্ঠিত হতে দেবো না। নির্ধারিত সময়ে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এই প্রত্যয় ব্যক্ত করছি। এবং আগামীর রাস্ট্র বিনির্মানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনগণের মাঝে লিফটের বিতরণ করছি। আগামীর রাস্ট্র কিভাবে চলবে তা এই ৩১ দফার মধ্যে রয়েছে।

এই সময় তিনি আরও বলেন সঠিক সময়ে ভোট হলে মানুষের গনতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। তাদের ধারায় দেশ পরিচালিত হবে। জনগণের আকাংখাও তাই। জনগণের আকাংখাকে সাথে নিয়ে বিএনপি কাজ করে যাবে বলেও তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

১ নভেম্বর শনিবারের এই লিফটের বিতরণ ও জনসংযোগ টি বারহাট্টা প্রধান সড়ক ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে শুরু হয়ে বারহাট্টা কোর্ট রোডে এসে শেষ হয়।