নিজস্ব প্রতিনিধি : বিশ্ব নগর দিবস-২০২৫ উপলক্ষে সিরাক-বাংলাদেশ ও ময়মনসিংহ নগর যুব কাউন্সিলের যৌথ উদ্যোগে,শিফট প্রকল্পের আওতায় “শিশুর চোখে নগর” শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
‘নগর আমাদের বাসস্থান, আমাদের ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে নগরের শিশুরা তাদের চোখে দেখা স্বপ্নের শহরকে তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের ছবিতে ফুটে উঠেছে নিরাপদ, পরিচ্ছন্ন ও মানবিক নগর জীবনের চিত্র। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সেলিম মিয়া, উপপরিচালক, সিরাক-বাংলাদেশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম আরিফুল ইসলাম, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা, ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ময়মনসিংহ জেলা।
অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক সবুজ এর বার্তা প্রধান মোঃ মঈন উদ্দিন রায়হান, ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষর্দের সভাপতি মোঃ রাজন, ময়মনসিংহ নগর যুব কাউন্সিলরবৃন্দ এবং সিরাক-বাংলাদেশের প্রতিনিধি মোঃ কামরান মিয়া ও মোঃ এনামুল হক।
প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সিদ্ধান্তে পাঁচজন সৃজনশীল শিশু বিজয়ী হিসেবে নির্বাচিত হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি এইচ. এম. আরিফুল ইসলাম বলেন, বিশ্ব নগর দিবস উপলক্ষে এই প্রতিযোগিতা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এতে শিশুরা তাদের চোখে আগামীর নগর কেমন হওয়া উচিত তা তুলে ধরেছে, যা ভবিষ্যৎ নগর পরিকল্পনায় অনুপ্রেরণা যোগাবে।
বিশেষ অতিথি লুৎফুন নাহার বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের কল্পনা ও চিন্তাধারা যদি আগামী নগর পরিকল্পনায় প্রতিফলিত হয়, তবে তা হবে আরও সুন্দর, মানবিক ও টেকসই।
সিরাক-বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের উদ্যোগের মাধ্যমে শিশু ও তরুণদের অংশগ্রহণমূলক নেতৃত্ব, নগর উন্নয়ন ও সুশাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, শিশুদের চোখে তারা যে নগর দেখেছে, তা বাস্তবে রূপান্তরিত করার পথে সকলকে অনুপ্রাণিত করবে।









