নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহের তারাকান্দা ও গৌরীপুর উপজেলায় বিগত সময়ে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ এ ১, বাংলাদেশ। সংস্থাটির উদ্যোগে এবং LCIF Emergency Grant এর সহায়তায় শনিবার (১ নভেম্বর) এ কার্যক্রম সম্পন্ন হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় তারাকান্দা উপজেলার বকশিমুল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং গৌরীপুর উপজেলার ধুরুয়া নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকায়। এতে মোট ১,২৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবণ, চিনি, তেল ও ওষুধসহ জরুরি খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এ. কে. এম. গোলাম ফারুক (এমজেএফ)।

এ সময় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট এলসিআইএফ কো-অর্ডিনেটর আনিসুর রহমান (পিএমজেএফ), ক্যাবিনেট সেক্রেটারি মিজানুর রহমান মিজান, ক্যাবিনেট ট্রেজারার মো. সাইদুর রহমান খান (পিএমজেএফ), জিএসটি কো-অর্ডিনেটর মো. রমজান খান (এমজেএফ), জিএমটি কো-অর্ডিনেটর মো. মোরসালিন খান, মার্কেটিং চেয়ারপারসন নুর মোহাম্মদ হাওলাদার চুন্নু, প্রোটোকল অফিসার কমর উদ্দিন আহমেদ (এমজেএফ), পেডিয়াট্রিক ক্যান্সার চেয়ারপারসন ডা. জাহিদুল ইসলাম খান, উপদেষ্টা গৌরী বিশ্বাস, এবং রিজিয়ন চেয়ারপারসন কানু বিশ্বাস দুলাল, মো. কামাল উদ্দিন ও মো. আব্দুর রশিদ মিলনসহ অন্য নেতৃবৃন্দ।

লায়ন্স ইন্টারন্যাশনাল জানায়, মানবতার সেবায় নিবেদিত এই সংগঠনটি সবসময়ই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকে। দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া ও বিপর্যস্ত জীবনে স্বস্তি ফিরিয়ে আনা লায়ন সদস্যদের সেবা অঙ্গীকারেরই প্রতিফলন এই ত্রাণ কার্যক্রম।