অনলাইন ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার হয়ে ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মারা গেছে শিহাব (১৭)। শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিহাব উপজেলার বসন্তপুর গ্রামের মিজানুর রহমান রিপনের ছেলে। চলতি বছর সে এসএসসি পাস করেছে। তিন ভাইবোনের মধ্যে শিহাব ছিল বড়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর রাতে শিহাব বান্দুড়িয়া এলাকায় তার প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে প্রেমিকার আত্মীয়স্বজনরা তাকে তাড়া করে। আত্মরক্ষায় শিহাব দৌড়ে পালিয়ে কাছের একটি পুকুরে ঝাঁপ দেয়। এ সময় কয়েকজন পুকুরে নেমে তাকে ধরে ফেলে বেধড়ক মারধর করে। পরে তাকে পুকুর থেকে তুলে লাঠি দিয়ে আবারও প্রহার করা হয়। এতে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা শিহাবকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মাথায় গুরুতর আঘাত থাকায় তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন গনমাধ্যমকে বলেন, প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে শিহাব হামলার শিকার হয়েছিল। তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আগে দায়ের করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে। আসামিদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে।









