সাইফুল ইসলাম বাবুল : ময়মনসিংহের গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শনিবার (১ নভেম্বর) দুপুরে নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমিটির অনুমোদনপ্রাপ্ত আহবায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় উপজেলার বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহন করেন।
গফরগাও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা মুক্তিযুদ্ধা প্রজন্মদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম চঞ্চল, আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খন্দকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা মোঃ জালাল উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব আলী মৃধা, বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদ, বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল, বীর মুক্তিযোদ্ধা একেএম সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন প্রমুখ।
বক্তারা দেশের স্বার্থে মুক্তিযোদ্ধারা সব সময় ঐক্যবদ্ধ ছিল, আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে বলে জানান।

 
							
 
							
 
							
                        
 
							







