নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহে সঞ্চয়, বাজেট তৈরি, দায়িত্বশীল ব্যয় এবং ব্যাংকিং সেবায় সচেতনতা বাড়াতে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ বাংলাদেশের (সিবিএমসিবি) শিক্ষার্থীদের নিয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকিং বিষয়ে প্রাথমিক জ্ঞান, ডিজিটাল ব্যাংকিং সুবিধা এবং ভবিষ্যৎ জীবনে আর্থিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর কমিউনিটি বেজড মেডিকেল কলেজ অডিটরিয়ামে বিশেষ আর্থিক সাক্ষরতা কর্মসূচির অংশ হিসাবে ঢাকা ব্যাংক পিএলসি এই উৎসবের আয়োজন করে।

এতে আর্থিক সাক্ষরতা বিষয়ক উপস্থাপনা করেন ঢাকা ব্যাংক পিএলসি’র এসএভিপি ও স্টুডেন্ট ব্যাংকিংয়ের প্রধান মোহাম্মদ সাইফুর রহমান। এ সময় ঢাকা ব্যাংক পিএলসি ময়মনসিংহ শাখার এফভিপি ও ব্যবস্থাপক নূরুল আমীন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিবিএমসিবি’র অধ্যক্ষ প্রফেসর ডাঃ মাহফুজুর রহমান খান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ মোরশদ আলম।

ঢাকা ব্যাংক পিএলসি ময়মনসিংহ শাখার এফভিপি ও ব্যবস্থাপক নূরুল আমীন সরকার বলেন, আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের আর্থিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ দেশ গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।