নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে নালিতাবাড়ী উপজেলা শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে এই পথসভার আয়োজন করে জামায়াতে ইসলামী। পথসভা শেষে যোগানীয়া ইউনিয়নের তালতলা বাজার ও পরে নকলা হাসপতাল মোড়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয় দলীয় কর্মসূচী।

নালিতাবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসির সঞ্চালনা ও উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিনের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।

এতে আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ফারদিন হাসান হাসিব, নকলা উপজেলা আমীর মাওলানা গোলাম সারোয়ার, নালিতাবাড়ী উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আবু মোহাম্মদ জুবায়ের, নকলা উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান ফিরোজ, নালিতাবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক প্রমূখ।

এসময় নকলা-নালিতাবাড়ী আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে জয়ী করে নকলা নালিতাবাড়ীর তরুণ ও সর্বসাধারণকে সাথে নিয়ে সার্বিক উন্নয়নের অঙ্গিকার ব্যক্ত করেন। বৈষম্যহীন নকলা-নালিতাবাড়ী গড়ার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি তিনি তার বক্তব্যে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্রিড়া, নাগরিক সুবিধা ও সম্মান, যোগাযোগ ব্যবস্থা, পর্যটন শিল্প, হাতী-মানুষের সহাবস্থান, শহর রক্ষা বাঁধ, দ্বিতীয় ভোগাই ব্রীজ নির্মাণ, নারায়ণখলা ও পিয়ারপুর ব্রীজ নির্মাণ, নকলা ফায়ার সার্ভিস স্টেশন সচল, নকলা-নালিতাবাড়ীতে স্টেডিয়াম, মসজিদগুলোকে সকালে মক্তবে রুপান্তর, পাহাড়ি জনগোষ্টিকে জনসম্পদে রুপান্তর, অন্যান্য ধর্মাবলম্বীদের নাগরিক সুবিধা ও সম্মান নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে উন্নয়ন করবেন বলে প্রতিশ্রুতি দেন।