মোহনগঞ্জ প্রতিনিধি : নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অধীনস্থ মোহনগঞ্জ জোনাল অফিসের পল্লী বিদ্যুৎ মঙ্গলবার রাত ১২ টা থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত মোট সাড়ে ১৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় উপজেলার জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
জানা গেছে, গতরাতে বজ্রপাত কিংবা বৃষ্টি ছিল না। হঠাৎ বিদ্যুৎ চলে যায় আর আসার খবর নেই।
বুধবার দুপুর ১টা দিকে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ অফিস জানান, নেত্রকোনার কুনিয়া নামক স্থান হতে ঠাকুরাকোণা পর্যন্ত লাইনের সমস্যা চিহ্নিত হয়েছে। বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে রয়েছেন এবং কাজ চলমান রয়েছে।
এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় গরম আর পানির সংকটে চরম ভোগান্তিতে পড়েন উপজেলাবাসী। বিদ্যুৎ না থাকায় অফিস আদালতের কার্যক্রম ব্যাহত হচ্ছে। সর্বক্ষেত্রে পানির জন্য হাহাকার শুরু হয়েছে। মসজিদের মুসল্লিরা পানির জন্য ওযু করতে পারছেন না। পানির জন্য গোসলসহ রান্না ও খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে। অধিকাংশ মানুষের ফ্রিজে মাছ-মাংস নষ্ট হতে শুরু করেছে। বুধবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত মোহনগঞ্জে বিদ্যুৎ আসেনি।
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (এডমিন) মো: রাশেদ বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বলেন, যে একটি ত্রুটি পেয়েছি তা সমাধান করে বিদ্যুৎ দিতে আরো সময় লাগবে। সমস্যা সমাধান করে বিদ্যুৎ দেওয়ার পর যদি নতুন সমস্যা সৃষ্টি হয় তাহলে আরো সময় বেশি লাগবে। তবে দ্রুত সময়ে সমস্যা সমাধানে চেষ্টা চলছে।









