নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহের জেলা মটর মেকানিক্স ইউনিয়ন মহান মে দিবসে উপলক্ষে মাসকান্দা বাস টার্মিনালে ইউনিয়ন কার্যালয় হতে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে প্রেসক্লাব চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ময়মনসিংহ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা এডভোকেট এম এ হান্নান খান বলেন, ময়মনসিংহের মটর মেকানিক্স প্রতিষ্ঠান সমূহের উপর ভ্যাট চাপানোর চেষ্টা বন্ধ করতে হবে এবং তাদের উপর সকল প্রকার হয়রানী বন্ধ করতে হবে। শ্রমিক সমাবেশ শেষে র‌্যালীটি আবারও মাসকান্দা বাস টার্মিনালে গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

সমাবেশে নেতৃত্ব দেন, উপদেষ্টা মাসুদ তালুকদার, শ্রমিক নেতা তোফাজ্জ্বল হোসেন, সভাপতি মোঃ মাহবুবুর রহমান বাবুল, কার্যকরী সভাপতি মোঃ নুরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম রিফাত, সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হাসান হীরা, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক, কোষাধ্যক্ষ মোঃ মোস্তফা, মোঃ শামছুল ইসলাম রতন, দপ্তর সম্পাদক মোঃ সারোয়ার হোসেন সুমন, কার্যকরী সদস্য মোঃ সাজাহান, সাবেক সভাপতি আলহাজ¦ সাদেকুল ইসলাম কাঞ্চন ও সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম খোকাসহ অন্যান্য নেতৃবৃন্দ।