ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ^রগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য সরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাজাহান ভুঞা ও সাবেক ছাত্রলীগ নেতা সাইদুর রহমান সরকারকে পুলিশ আটক করেছে। শনিবার রাতে আঠারবাড়ী এলাকায় নিজ বাসা থেকে শাহাজাহান ভুঞাকে এবং সাইদুর রহমান সরকারকে উচাখিলার চরআলগী নিজ বাড়ি থেকে আটক করে ঈশ^রগঞ্জ থানা পুলিশ।

ওসি ওবায়েদুর রহমান জানান, রোববার তাদেরকে সন্ত্রাস দমন আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে ময়মনসিংহরে আদালতে প্রেরণ করা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজা আক্তার মিতু তাদের জেল হাজতে প্রেরন করেন।