হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের কুতিকুড়া গ্রামে সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে রবিবার হালুয়াঘাট থানায় এলাকাবাসীর পক্ষে ৮ জনকে বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেন ঐ গ্রামের হুসাইন আহম্মেদ লিমন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর পঞ্চমোড় হতে কুতিকুড়া ঈদগাহ্ মাঠ পর্যন্ত সরকারি মাটির কাঁচা রাস্তাটি বিবাদীগন অবৈধভাবে জোরপূর্বক বেদখলের উদ্দেশ্যে রাস্তার উপর টিনের চালা ও কম্বলের বেড়া দ্বারা ঘর নির্মাণ করেন। এতে করে মানুষের যাতায়াত ব্যহত হচ্ছে। বিবাদীগণ গ্রামের প্রধান রাস্তাটি তাদের পৈত্রিক সম্পত্তি দাবি করে তারা এমন কাজ করেছেন। যা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে হুসাইন আহম্মেদ লিমন বলেন, আমরা বহুদিন যাবৎ এই রাস্তাটি দিয়ে জমির আবাদকৃত ধানসহ বিভিন্ন ফসলাদি আনা নেওয়া করে থাকি। হঠাৎ করে এই রাস্তাটি বন্ধ করে দেওয়ায় এখন চলাচল করা কঠিন হয়ে পড়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

স্থানীয় কুতিকুড়া গ্রামের মুনজুরুল আহসান বলেন, এখানে মাছের ফিসারী ও ইটভাটাসহ হাজার হাজার হেক্টর ফসলি জমি রয়েছে। বিভিন্ন সময় মালবাহী ছোট বড় গাড়ি এই রাস্তাটি দিয়ে চলাচল করে। রাস্তাটি বন্ধ হয়ে গেলে এখাকার হাজারো কৃষক ও সাধারণ মানুষ বিপাকে পড়বে।

একই গ্রামের আব্দুল ওয়াদুদ বলেন, এই রাস্তাটি প্রায় ১শত বছর আগের পুরোনো। তৎকালীন স্থানীয়রা এখানে রাস্তাটি জনগনের যাতায়াতের জন্য দিয়েছিলেন। হঠাৎ করে তাদের উত্তরসূরীরা এটি তাদের জমি দাবি করে রাতের অন্ধকারে রাস্তার উপর ঘর নির্মাণ করেছেন। যা অত্যন্ত নিন্দনীয় কাজ। গতবছর পাঁকা করণের জন্য রাস্তাটি টেন্ডার হয়েছে। আশাকরি দ্রুত রাস্তাটি পাঁকাকরণ করা হবে।

স্থানীয় নূর মোহাম্মদ আকন্দ বলেন, এই রাস্তাটি দখলের পায়তারা দীর্ঘদিন ধরে সাজেদুল করিম ও তার আত্মীয়রা করে আসছেন। রাস্তার উপর ঘর নির্মাণ সম্পূর্ণ বেআইনি। দখলদারদের আমরা শাস্তি দাবি করছি।

রাস্তার উপর কেন ঘর নির্মাণ করা হয়েছে জানতে চাইলে সাজেদুল করিম ও তার আত্মীয়রা জানান, রাস্তাটি আমাদের ব্যাক্তিগত জায়গার উপর করা হয়েছে। আমাদের পূর্ব পুরুষ এই রাস্তাটি সাধারণ মানুষের চলাচলের জন্য দিয়েছিলেন। কিন্তু বর্তমানে এখানে ইটভাটার গাড়িগুলো চলাচল করে পরিবেশ দূষণ করছে। পাশাপাশি আমাদের বিভিন্ন ফসলের ক্ষতি হচ্ছে। তাই আমরা আমাদের জায়গার উপর ইটভাটার গাড়ি যেতে দেবো না। সেজন্য আমাদের রাস্তার উপর অটো রিক্সা চলাচলের জায়গা রেখে ঘর নির্মাণ করেছি।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, আমরা এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।