কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা আকিব হোসেন খান হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধায় তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আকিব হৃদয় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-আন্তর্জাতিক-সম্পাদক। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

 
							
 
							
 
							
                        
 
							







