বারহাট্টা সংবাদদাতা : নেত্রকোনা বারহাট্টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ।

এ সময় জেলা প্রশাসক ইউনিয়নের চেয়ারম্যানগণ সহ বিভিন্ন দফতর প্রধানদের দায়িত্ব দেন, যেন প্রত্যেকেই এই স্কিমের আওতায় আসে। এই সময় অনেকেই আশ্বস্ত করেন যে, নিজেরা এই স্কিমের আওতায় আসবো ও অন্যদের উৎসাহিত করবে।

বিশেষ অতিথি ছিলেন বারহাট্টা উপজেলা চেয়ারম্যান মাঈনুল হক কাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজ রহমান, সহকারী কমিশনার ভূমি বারহাট্টা, থানার ওসি রফিকুল ইসলাম।

এছাড়াও জেলা প্রশাসক কার্যালয়ের ৬ জন নতুন যোগদানকৃত সহকারী কমিশনার, বারহাট্টা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোহাঃ আবদুল কাদেরসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক বারহাট্টা পাবলিক লাইব্রেরির বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন।