নিজস্ব প্রতিনিধি: শেরপুরে চোরাইপথে আনা ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নারীসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার রাত ১০টার দিকে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন- গাজীপুরের কালিগঞ্জ উপজেলার বরাইয়া গ্রামের আরব আলীর ছেলে সোহেল রানা (৩৫), দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে সুমি আক্তার (২৮), একই উপজেলার মধ্য বাসিদেবপুর গ্রামের ফরিদ হোসেনের মেয়ে বৃষ্টি আক্তার (২৮)।

র‌্যাব জানায়, চোরাইপথে ভারত থেকে আনা ফেনসিডিল কুড়িগ্রাম হয়ে ঢাকায় পাচার করা হচ্ছিল। অভিযুক্তরা একটি সিএনজি অটোরিকশাযোগে শেরপুর শহরের খোয়ারপাড় মোড়ের শাপলা চত্বর এলাকায় পৌঁছালে র‌্যাব সদস্যরা তাদের গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে পেঁচানো অবস্থায় মোট ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জামালপুর ক্যাম্পের র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার এটিএম আমিনুল ইসলাম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে তারা আশা প্রকাশ করেন, আইন-শৃঙ্খলা বাহিনীর এমন অভিযান মাদক কারবার রোধে কার্যকর ভূমিকা রাখবে।